সময় যত গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের উত্তাপ ততই ছড়াচ্ছে। গতকালও মনে হচ্ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আবার বদলে গেল সেই হিসাব। নির্বাচন করেই জিততে হবে তাদের। ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচন করছেন বুলবুল আর ফাহিম। তারা এ বিভাগ থেকে কাউন্সিলর। এই বিভাগ থেকে পরিচালক হতে পারবেন দুজন। সেজন্য মনোনয়নপত্র জমা পড়েছিল তিনটি। যাচাই-বাছাই শেষে গতকাল একটি মনোনয়নপত্র বাতিল হয়। এতে দুই পরিচালকের বিপরীতে দুটি মনোনয়নপত্র জমা পড়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছিলেন। তবে আজ ছিল মনোনয়নের ওপর আপিল গ্রহণ ও শুনানির দিন। ঢাকা বিভাগ থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস এম আব্দুল্লাহ...