বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ২ হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের। ঢাকা বিভাগে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন করেই পরিচালক হতে হবে এই দুই প্রার্থীকে। বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে মনোনয়ন নিয়েছেন তিনজন। তারা হলেন— বুলবুল, ফাহিম ও রেদোয়ান। এদের মধ্যে পরিচালক হবেন দুইজন। তবে রেদোয়ানের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ঢাকা বিভাগ থেকে বুলবুল ও ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। রেদোয়ানের মনোনয়ন বাতিল করার পর আপিল করেন তিনি। পরে নিজের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন। পুনরায় যাচাই-বাছাই করার পর আজ (মঙ্গলবার) জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ফলে ঢাকা বিভাগে দেখা যাবে ত্রিমুখী লড়াই। গত রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদের...