৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করে সুপরিচিত উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস। সংস্থাটি সম্প্রতি নিজেদের কর্মীদের বীমা সুবিধা প্রদানের জন্য মেটলাইফের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির অংশ হিসেবে, আত্মবিশ্বাসের ৩৩২ জন কর্মী জীবনহানি বা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমা দাবির দ্রুত পরিশোধ ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে আত্মবিশ্বাস। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আত্মবিশ্বাস সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানোন্নয়নে কার্যকর ও টেকসই প্রকল্প পরিচালনার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে। দেশজুড়ে প্রায়...