ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল আর আত্মবিশ্বাসী হাসি যেন পুরো পরিবেশে এক অনন্য মাত্রা এনে দিয়েছিল। দর্শকরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানায়, আর তিনিও হাত নেড়ে সম্মান ফিরিয়ে দেন। ঐশ্বরিয়ার কয়েক মিনিটের র্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। ঐশ্বরিয়ার পোশাক নিয়েও শুরু হয় আলোচনার ঝড়। মানিশ মালহোত্রা বলেন, এই কাস্টম-শেরওয়ানি হলো এক অভিনব ক্যানভাস। বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের ডিজাইন যেন আধুনিক রাজকীয়তার প্রতীক। অলংকারের মতো সেই নকশা একসঙ্গে শক্তি ও সংবেদনশীলতা ফুটিয়ে তুলেছে। প্যারিস ফ্যাশন উইকে শুধু র্যাম্পেই নয়। ঐশ্বরিয়ার মানবিক দিকও নজর কেড়েছে সবার। শো শুরুর আগেই তার এক ভক্ত হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন। ছবি তুলতে গিয়ে ভক্তটি হঠাৎ কেঁদে ফেলেন। কোনো তারকাসুলভ দূরত্ব না রেখে ঐশ্বরিয়া নিজ হাতে তার চোখের পানি মুছে দেন, জড়িয়ে...