খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পুরো পাহাড়ি এলাকায় অশান্তি তৈরি হওয়ার পর নিজের ফেসবুক ওয়ালে আবেঘণ পোস্ট দিয়েছেন জাতীয় ফুটবল দলের প্রধান গোলরক্ষক মিতুল মারমা। যে স্ট্যাটাসে তিনি ধর্ষণ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা বলেছেন। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচের অনুশীলনের আগে প্রস্তুতি ও নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেন মিতুল মারমা। তার আগে পাহাড়ের অশান্তি নিয়ে নিজের উদ্বেগের কথাও বলেছেন। পাহাড়ের অশান্ত পরিবেশ নিয়ে মিতুলের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস ছিল এমন, ‘খাগড়াছড়িতে এক জুম্ম পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এর প্রতিবাদে যে অশান্তি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। সুন্দর সম্প্রীতির পাহাড় আজ অশান্ত দাবানলে জ্বলছে। অথচ সত্য হলো, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশ আমার, আপনার,...