রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে বিপর্যস্ত সাধারণ মানুষ। চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ায় সবচেয়ে বেশি ভুগছেন নিম্নআয়ের মানুষ। দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে সরকার নির্ধারিত সাশ্রয়ীমূল্যের ওএমএস (ওপেন মার্কেট সেল) চালই এখন অনেকের জন্য একমাত্র ভরসা। তবে সেই চাল কিনতে প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন এলাকায় প্রতিদিনই ওএমএস চালের বিতরণ হয়। সোমবার দিবাগত রাতে দেড়টার দিকে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়- নারী, বৃদ্ধ, অসুস্থ মানুষ এবং ছোট শিশু হাতে নিয়েও অপেক্ষা করছেন অনেকে। রাত যত গভীর হয় লাইনের দীর্ঘতা তত বাড়ে। ভোর হতে না হতেই শহরের বিভিন্ন পয়েন্টে কয়েক কেজি চালের আশায় নারী-পুরুষ-শিশুসহ নানা বয়সী মানুষ ঘণ্টার পর...