৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম 'অক্ষরে অমরতা' শ্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন কলম একাডেমি লন্ডন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখা। গত শনিবার রাতে এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টে হলরুমে সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ফার্স্ট আবুধাবি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাফর ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা লেখকদের জন্য আলাদাভাবে মন্ত্রণালয় গঠন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য দেশে একটি লেখক কল্যাণ ব্যাংক ও সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীসহ ১৯টি দাবি জানানো হয়। উল্লেখ্য, 'অক্ষরে অমরতা' শ্লোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৭টি শাখায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে সংগঠনটি। আলোচনা সভায় বক্তব্য রাখেন...