বলিউড কিং শাহরুখ খান এবার উপস্থাপনা করবেন আসন্ন ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৫-এর। ফিল্মফেয়ার বলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে আইকনিক ‘ব্ল্যাক লেডি’ ভারতীয় সিনেমায় শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে আছেন এবং ফিল্মফেয়ারের সঙ্গে শাহরুখ খানের সম্পর্কও কোনো অংশে কিংবদন্তির চেয়ে কম নয়। ১৯৯৩ সালে ‘দিওয়ানা’র জন্য তার প্রথম সেরা অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার জেতা থেকে শুরু করে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, দেবদাস এবং মাই নেম ইজ খানের মতো চলচ্চিত্রের জন্য একাধিক সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। ফিল্মফেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ৭০তম আসরে শাহরুখ খানের সঙ্গে মঞ্চে সহ-উপস্থাপক হিসেবে দেখা যাবে করণ জোহর এবং মনীশ পালকে। এদিকে...