রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান বিষয়ে একটি কনসাল্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় কর্মশালাটির আয়োজিত হয়। কর্মশালার শুরুতে টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও টাইফয়েডের ভয়াবহতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার কীর্তনীয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬,...