সমাজে বিদ্যমান বৈষম্যের সঙ্গে শিশুদের মস্তিষ্কে কাঠামোগত পরিবর্তন নিয়ে এক নজিরবিহীন ফল পেয়েছেন গবেষকরা। তাদের গবেষণায় প্রথমবারের মতো প্রমাণ হলো, পারিবারিক সম্পদ শিশুর বিকাশের প্রাথমিক শর্ত নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ১০ হাজারের বেশি শিশুকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, ধনী কিংবা দরিদ্র—যে পরিবার থেকেই আসুক না কেন, উচ্চ আয়ের বৈষম্যপূর্ণ এলাকায় বেড়ে ওঠা শিশুদের মস্তিষ্কে এমন পরিবর্তন হয়েছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের অবনতির সঙ্গেও যুক্ত। কিংস কলেজ লন্ডন, ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবিসিডি (অ্যাডোলেসেন্স ব্রেইন কগনিটিভ ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় ৯ থেকে ১০ বছর বয়সী ১০ হাজার ৭১টি শিশুর এমআরআই স্ক্যান বিশ্লেষণ করেন। তাদের বিশ্লেষণে দেখা যায়, আয়ের বৈষম্য বেশি এমন অঙ্গরাজ্যগুলোতে—যেমন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা—শিশুদের মস্তিষ্কের কর্টেক্সের আয়তন ছোট এবং...