দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯৮ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৭৬ জন, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৩৮ শতাংশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন। সেপ্টেম্বরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। ফলে চলতি বছরে হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৩২ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই ভর্তি হয়েছেন ৩৩ দশমিক ৪৪...