চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া হাই স্কুলের মেধাবী ছাত্র মো. আবিদ হাসান, বয়স মাত্র ১৩ বছর। অন্য শিশুদের মতোই আবিদ ছিল হাসিখুশি, চঞ্চল এক কিশোর। স্কুলের সবুজ মাঠে বন্ধুদের সঙ্গে দৌড়ানো আর শ্রেণিকক্ষে পড়াশোনা, এইটুকুই ছিল তার জগৎ। কিন্তু ভাগ্য যেন হঠাৎই রুদ্রমূর্তি ধারণ করল। আবিদের শরীরে ধরা পড়েছে মারণ ব্যাধি ভয়ংকর ব্লাড ক্যানসার। দুই ভাই এক বোনের মধ্যে আবিদ সবার বড়। বাবা নুরুল কবির স্থানীয় একটি কাপড়ের দোকানে সামান্য বেতনে কাজ করেন, আর মা রিনা আক্তার ঘর সামলান। এই সীমিত আয়ের সংসারে আবিদের ব্যয়বহুল চিকিৎসার বিশাল বোঝা যেন আকাশ ভেঙে পড়ার শামিল। আবিদের আজ থাকার কথা ছিল খেলার মাঠে, অথচ তার ঠিকানা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। হাসপাতালের সাদা চাদরে শুয়ে থাকা আবিদ চোখ বুজলেই যেন স্কুলের বন্ধুদের দেখতে পায়।...