একসঙ্গে নাসা গ্রুপের ১৬টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বেতন-ভাতা বকেয়া থাকায় তারা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নাসা সুপার গার্মেন্টস লিমিটেডে চার বছর ধরে কাজ করা নাসির উদ্দিন বলেন,“দুই মাসের বেতন বাকি। হাতে যা টাকা আছে মাসখানেক চলবে। তারপর কী করব বুঝতে পারছি না। যদি কারখানা না খোলে তবে না খেয়ে মরতে হবে।” শ্রমিকদের অভিযোগ, তারা যেখানে কাজ খুঁজতে যাচ্ছেন, সেখানে “নাসা গ্রুপ” শুনেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়ায় অনেকের নামে মামলা হয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন তারা। শুধু নাসির নন, হাজারো শ্রমিক একই অবস্থায়। কেউ বাসা ভাড়া দিতে পারছেন না, কেউ দোকানের বাকি শোধ করতে পারছেন না, কেউ আবার সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। গত সপ্তাহে...