সদ্যই শেষ হওয়া এশিয়া কাপের শেষ দুই ম্যাচে চোটের কারনে খেলতে পারেনি লিটন দাস। তার অভাব বাংলাদেশ দলও টের পেয়েছে হাড়ে হাড়েই। ভারত ও পাকিস্তানের কাছে টানা হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় টাইগারদের। এজন্য এবার ক্ষমা চেয়েছেন লিটন। একই সঙ্গে আশার কথাও শুনিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।গ্রুপ পর্বে আফগানিস্তান ও হংকংকে হারিয়ে সুপার ফোরে পা রাখে বাংলাদেশ। শেষ চারের শুরুটাও দারুণ হয়েছিল তাদের। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারায় ফিল সিমন্সের দল। এরপর ভারতের কাছে হারলেও ফাইনালের আশা টিকে ছিল। এজন্য শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হতো বাংলাদেশের। তবে ব্যাটিং ব্যর্থতার তারা সেটা পারেনি।সুযোগ থাকার পরও বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায় অনুমিতভাবেই ভীষণ কষ্ট পেয়েছেন ভক্তরা। কষ্ট পেয়েছেন লিটন নিজেও। বিশেষ করে চোটের কারণে শেষ দুটি ম্যাচে দলের বাইরে থাকার...