জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনাল ম্যাচের সমাপ্তি হলেও নানা ঘটনায় পূর্ণ এ আসরের রেশ এখনও কাটেনি। এর মাঝে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন রুপ পেয়েছে। বিশেষ করে ফাইনালে জয়ের পর ভারতের আচরণ যেন মানতেই পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এ অবস্থায় ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি করেছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার রশিদ লতিফ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন। এদিকে ভারতের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার...