মে মাসের ১৫ তারিখ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তথ্যচিত্র, ভিনি যেআর। সে তথ্যচিত্রটি আবারও আলোচনায় এসেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কারণে। ক্লাবটির দাবি, তাদের দর্শকদের অপমান করা হয়েছে, যার কারণে তারা নেটফ্লিক্সের নামে মামলা করেছে। ভ্যালেন্সিয়া জানায়, নেটফ্লিক্সের নির্মিত এ তথ্যচিত্রে দেখানো হয়েছে, তাদের দর্শকরা ভিনির সাথে বর্ণবাদী আচরণ করেছে। তারা বলেন, তথ্যচিত্রটিতে ভুল করে ভ্যালেন্সিয়ার এক বিশাল সমর্থককে ২০২৩ সালে লা লিগার একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে বর্ণবাদী স্লোগান দেয়ার অভিযোগ আনা হয়েছে। তথ্যচিত্রের ভিডিওতে দেখা যাচ্ছে, মেস্তাল্লা স্টেডিয়ামে ভিনিসিয়াসের উদ্দেশ্যে শ্লোগান দিচ্ছে বিশাল জনতা। ভিডিওটির সাবটাইটেলে মনো শব্দটি ব্যবহার করা হয়েছে, যার স্প্যানিশ অর্থ বানর। কিন্তু ভ্যালেন্সিয়া দাবি করেছে যে ভক্তরা আসলে টন্টো স্লোগান দিচ্ছিল, যে স্প্যানিশটির অর্থ বোকা। বছরের শুরুতে ক্লাবটি মামলা...