হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। আড়ম্বরপূর্ণভাবে উৎসবটি পালন করছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অধিবাসীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে দেশের বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সবকটি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান-বিভিএম-বার, পিএমএস। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সাথে উৎসাহ-উদ্দীপনা এবং নির্বিঘ্নে পুজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পূজামণ্ডপ সমূহের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ সহ মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন। আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম দেখে এবং পূজামণ্ডপ কমিটির...