ভারতের পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।তিনি বলেছেন, “এর মাধ্যমে বাংলাদেশকেই ‘অসুর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা তাদের জঘন্য মানসিকতার পরিচয় বহন করে।”আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের দক্ষিণ মাইজপাড়ায় জঙ্গলীয়াপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন জনগোষ্ঠীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমরান সালেহ প্রিন্স বলেন, “প্রতিবেশী রাষ্ট্রে এ ধরনের উপস্থাপনা, গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যসিবাদের পতন ও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরোধিতার শামিল। পূজা কোনো রাজনীতি, তামাশা, প্রতিপক্ষকে ঘায়েল করা বা প্রতিবেশী দেশের প্রতি বিষোদগারের বিষয় নয়। এই উসকানিমূলক ঘটনায় ভারত সরকারের নীরব ভূমিকা উদ্বেগজনক ও নিন্দনীয়। এই ঘটনায় পশ্চিমবঙ্গ, দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা গণ-অভ্যুত্থানে গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধন আছে।ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশে...