জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ মামলার আজ সর্বশেষ ও ৫৪তম সাক্ষী হিসেবে তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। জবানবন্দিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে অপরাধ হয়েছে, তা ছিল পদ্ধতিগতভাবে, হোয়াইট স্প্রে সেস্টেমেটিক টার্গেটেট পার্সন অন সিভিলিয়ান পপুলেশন (ব্যাপক মাত্রায় পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ওপর নিপীড়ন)। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী তাকে জেরা করার জন্য আগামী সোমবার (৬ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা মো....