সোশ্যাল মিডিয়ায় ট্রলিং বা কটাক্ষ করা নতুন কিছু নয়। তবে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে যেন ট্রল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। এ তালিকায় এবার যুক্ত হলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। কয়েক দিন আগে কেয়া পায়েল তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, এক তরুণের পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। অন্য একটি ছবিতে সেই তরুণের গালে চুমু খেতে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন—“শুভ জন্মদিন আমার ছোট ভাই।”আরো পড়ুন:‘স্বপ্ন বাড়ি’ নিয়ে আসছেন দীপুআগুনে পুড়ে মারা গেছে শিশুশিল্পী ও তার ভাই এরপর থেকে কমেন্ট বক্সে ধেয়ে আসতে থাকে কুরুচিকর মন্তব্য। এস. এন. সরকার লেখেন, “সম্ভবত, কেয়া পায়েলের সবচেয়ে ভালো প্রেমিককে শুভেচ্ছা জানালেন।” সুস্মিতা লেখেন, “অসভ্য সুন্দর লাগছে।” আরেকজন লেখেন, “ক্যাপশন দেখে ভাবলাম কচি... ওনার...