৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে তারা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে আনোয়ারা আর্মি ক্যাম্প কর্তৃক বৈরাগ, আনোয়ারা, বারাসত, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান উপস্থিত থেকে স্থানীয়দের হাতে উপহার তুলে দেন। এ সময় মেজর রেজোয়ান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সকলের আস্থার প্রতীক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সেনাবাহিনীর এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও জানান, আনোয়ারায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির আবহে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সেনা কর্মকর্তা আশ্বস্ত করেন, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী...