ফরিদপুরে ঘটনা ঘটার ১৫ বছর পর একটি মানব পাচার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকাও আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. শাহীনুর রহমান ওরফে সবুজ শেখ (৩৭)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বলদিয়া ইউনিয়নের বন্দিগাঁ গ্রামের বাসিন্দা সিরাজ শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার ১৯ বছর বয়সী এক নারী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সময় প্রতারক ও পাচারকারী শাহীনুর রহমানের সঙ্গে তার পরিচয়...