শারদীয় দুর্গোৎসবে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক বন্ধনের গভীরতার কথা তুলে ধরলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, “ভারত ও বাংলাদেশের রয়েছে অনন্য ও বিশেষ সম্পর্ক। দুই দেশ ইতিহাস ও ভৌগোলিকভাবে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অভিন্ন ত্যাগের মাধ্যমে সংযুক্ত। একইসঙ্গে ভাষা-সাহিত্য, শিল্প-সংগীত ও উৎসবের অভিন্ন ঐতিহ্য ধারণ করে। “দুর্গাপূজা তেমনই একটি অভিন্ন ঐতিহ্য। আমাদের সাংস্কৃতিক বন্ধন যে আমাদের জাতীয় সীমান্তরেখার চেয়ে অনেক পুরনো ও গভীর, এসব উৎসব সেটি স্মরণ করিয়ে দেয়। আরও স্মরণ করিয়ে দেয়, আমাদের জনগণ ও তাদের অভিন্ন ঐতিহ্য ও পারস্পরিক সম্মানের মধ্যেই আমাদের সম্পর্কের বাস্তব শক্তি নিহিত।” দুর্গাপূজার অষ্টমীতে মঙ্গলবার স্ত্রী মানু ভার্মাকে নিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পূজার্চনা করেন হাই কমিশনার। তিনি বলেন, “দুর্গাপূজা কেবল আরাধনার উৎসব নয়, এটা সংস্কৃতি, অন্তর্ভুক্তি ও...