রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের মালামাল ও ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় বাড্ডা থানার ওসিসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদের প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদফতরে সংযুক্ত করা হয়। যদিও পরবর্তী সময়ে মন্দিরের পাশের একটি ভবনের পাশ থেকে চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ডিএমপি সূত্র জানিয়েছে, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোবাশ্বির, একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। পুলিশ জানায়, বাড্ডার নিমতলির মন্দিরে ডিউটিরত ফোর্সদের থাকার জন্য মন্দির প্রাঙ্গণে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় অস্থায়ী কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার...