টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। এ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে সভা হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন ও ডা. মুবাশিরা হক। এ সময় বক্তারা বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকায় ভয়ের কোনো কারণ নেই। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি...