ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর এ ঘোষণা দেন উপদেষ্টা। তবে এই দুঃসংবাদের পরদিনই একটি সুখবর পেয়েছেন সাকিব। কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টের দল মন্ট্রিয়ল টাইগার্সের তাদের আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশি অলরাউন্ডারের নাম ঘোষণা করেছে। আরও পড়ুনআরও পড়ুনএশিয়া কাপের পর নিজ খেলোয়াড়দের বড় ‘শাস্তি’ দিল পাকিস্তান দলটিতে সাকিব ছাড়াও খেলবেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটাররা। অন্যদলগুলোও বেশি পিছিয়ে নেই। পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন কানাডার এই লিগে। হোয়াইটরক ওয়ারিয়র্স: ডেভিড মালান, ক্রিস লিন, শোয়েব মালিক, ঋষি ধাওয়ান, খাওয়াজা নাফে, পিটার সিডল, জো ক্লার্ক, জ্যাক জার্ভিস, আলী শেখ, তাজিন্দর সিং ধিলন, কালীম সানা, নিকোলাস কির্টন, সুখজিন্দর সিং, অজয়বীর...