আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই তালিকাটি সত্যি নয় জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা তালিকাটি সম্পূর্ণ...