খবর টি পড়েছেন :২৩২সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে শেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শেরপুর সদর থানাধীন বিভিন্ন পূজামন্ডপসমূহ পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।ওইসময় তিনি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদানসহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান-সহ পূজা মন্ডপসমূহে সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও...