নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে শাপলা প্রতীক না দেওয়াকে তিনি স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সারজিস আলম। পোস্টে সারজিস আলম লেখেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ। কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে।...