অর্ধশতাধিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আবাসিক মেডিকেল। প্রতিষ্ঠানটি তাদের ৬ ক্যাটাগরির মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত (সোমবার) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটিপদের নাম ও বিবরণ১. আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন)সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৮৩০পদসংখ্যা : ৩৫শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।২. আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি)পদসংখ্যা : ২১শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।বেতন স্কেল...