দুর্গাপূজা ঘিরে সারাদেশে ৪৯টি ঘটনা ঘটলেও এ সবের বিস্তৃতি ঘটেনি বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি বাহারুল আলম। সোমবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ১৫টি ঘটনায় মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ঘটনাগুলোর মধ্যে জামায়াতকর্মীর পরিচয়ে গান বন্ধ, ফেইসবুকে বিভ্রান্তিকর পোস্ট, মন্দিরে পানি নিক্ষেপ, চাঁদা দাবি, আনসারকর্মীদের উপর হামলা, প্রতিমা ভাঙচুর অন্যতম। জামায়াতকর্মীর বিষয়ে জানতে চাইলে, সংবাদ সম্মেলনে বলা হয়, “যে গ্রেপ্তার হয়েছে সে নিজেই বলেছে জামায়াত কর্মী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।” এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ঘটনাটি চট্রগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকায় ঘটেছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, চলমান দুর্গাপূজার নিরাপত্তা, জুলাই-অগাস্টের আন্দোলনের সময় দমনপীড়নের...