তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে যারা শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) শীঘ্রই সমন্বিত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণে তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান। মঙ্গলবার ঢাকার বিসিটিআই মিলনায়তনে আয়োজিত চারটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের চলচ্চিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আহতদের সম্মানজনক পুনর্বাসনের লক্ষ্যে তাদের আগ্রহ অনুযায়ী শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম খাতে যুক্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকতায় এবং শিগগিরই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ না হলে তার মূল্য নেই। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে...