এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে হার দিয়ে মাঠ ছাড়তে হয়েছিল লাল-সবুজদের।সেই ম্যাচের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের তারকা ফুটবলার সোহেল রানা। হংকং চায়নার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। আজ মাঠের অনুশীলনও শুরু হয়েছে। অনুশীলনের আগে সোহেল জানান, ম্যাচকে ঘিরে তাদের ওপর প্রত্যাশার চাপ রয়েছে এবং সেই প্রত্যাশা পূরণ করতে চান তারা। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচের টিকিট মাত্র ২৬ মিনিটেই বিক্রি শেষ হয়ে গেছে। এ প্রসঙ্গে সোহেল বলেন, ‘দ্রুত টিকিট সোল্ড আউট হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক বার্তা। একইসঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্বও বেড়ে যায়। সিঙ্গাপুর ম্যাচেও দর্শকরা চেয়েছিলেন আমরা...