বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পেলেও ৫ হাজার ২৮৪ জন চাকরিতে যোগ দেননি, এমন তথ্য এসেছে এক কর্মশালায়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৬ জন প্রার্থীকে এসব পদে নিয়োগের সুপারিশ করা হলেও যোগ দিয়েছেন ৩৬ হাজার ৩৪৩ জন। মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ এর কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় সংস্থার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, “১ লাখ ৮২২টি শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ সুপারিশে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হলেও এতে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী। ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ করা হলেও যোগদান করেছেন ৫ হাজার ২৮৪ জন প্রার্থী।” গেল ১৬ জুন জারি করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা ১ লাখ ৮২২টি শিক্ষক পদে...