শায়ের আব্দুল গফফার শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে। পত্রিকা বিক্রি ছাড়াও গ্রামবাংলার নানা কাহিনি ও গল্পের অনুষঙ্গ নিয়ে তিনি শায়েরী বা লোক-কবিতা লিখতেন এবং তা হাটবাজারে স্বকন্ঠে পরিবেশন করতেন। জাতীয় পত্রিকার স্থানীয় পরিবেশক এম এম জামান বলেন, গফফার ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি ত্রিশ বছর ধরে আমার নিকট থেকে বিভিন্ন জাতীয় পত্রিকা কিনে বেচতেন। পত্রিকা নিয়ে যাত্রীবাহী পরিবহন, বোয়ালমারী পৌর বাজার ও সাতৈর বাজারে কবিতা আবৃতি এবং গানের ছন্দে তিনি বিক্রি করতেন। এজন্য তিনি কবি হিসেবেও পরিচিত ছিলেন। শুক্রবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। রোববার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী বলেন, গফফার ভাইকে ত্রিশ...