চট্টগ্রাম:বিশ্বজুড়ে পর্যটন শিল্পের শীর্ষ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল ট্রাভেল মিট-২০২৫ এ যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এভিয়েশন খাতে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বমূলক বাজার সম্প্রসারণের বিষয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা এ সফরের লক্ষ্য। মঙ্গলবার দিবাগত রাতে (১ অক্টোবর) চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রতিনিধি দলটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চার দিনের সফর শেষে রবিবার (৫ অক্টোবর) তারা দেশে ফিরবেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আছেন- চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিনিধি দলের চীফ কোর্ডিনেটর ও নভোএয়ার ডিরেক্টর সোহাইল মজিদ, ক্লাবের সাবেক সভাপতি মো. আসিফ চৌধুরী, বর্তমান সভাপতি একরামুল ইসলাম বিলাস, মনজুর মোরশেদ, মনোজিৎ সেনগুপ্ত, মনিরুল ইসলাম, রিজওয়ানুল ইসলাম, সুমিত বিশ্বাস, তানভীর ইসলাম, শাহাদাত হোসাইন, মাইনুল ইসলাম, ইকরাম দিপু প্রমুখ। প্রতিনিধি দলের চীফ কোর্ডিনেটর...