প্রত্যেক প্রজন্মেরই তার নিজস্ব দর্শন, আচরণ এবং দৃষ্টিভঙ্গি থাকে, যা তাদের সমাজ ও জীবনধারাকে প্রভাবিত করে এবং সে দর্শন ও আচরণ তাদের বেড়ে উঠার পরিবেশ ও প্রতিবেশ থেকে পেয়ে থাকে। জেন জি-জেন আলফা! কীভাবে এসকল পরিচিতিমানের সূচনা? যদিও কোন কমিশন বা সংস্থা কর্তৃক কোন একটি প্রজন্মের বয়সসীমা ধরে দেয়া হয়নি, একটি বিশ্বজনীন সামাজিক মতৈক্যের মত আমরা ধরে নিয়েছি ১৯৯৭ থেকে ২০১২ পর্যন্ত জেন জি আর ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত জেনারেশন আলফা, ২০২৫ থেকে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে জেন-বিটা । ‘জেনারেশন গ্যাপ’ নামে একটি শব্দও হরহামেশাই দেখতে পাই। বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রেই এই শব্দটি ব্যবহারেরে পেছনে আছে ‘ডিজিটাল ডিভাইড’ নামক আরেকটি প্রত্যয়, যেখানে জেনারেশন গ্যাপ অর্থাৎ প্রজন্মের থেকে প্রজন্মের চিন্তার দূরত্ব আর ডিজিটাল ডিভাইড মানে বুঝাচ্ছে প্রযুক্তিতে প্রবেশে বৈষম্য অথবা অপ্রাপ্যতা,...