সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। আওয়ামী লীগ প্রকাশ্যে থাকতে পারবে না বলে নির্দেশনায় বলেছেন তিনি। তবে এ নিয়ে আলোচনা-সমালোচনা মধ্যে পুলিশ কমিশনার বলেছেন, নির্দেশনায় ভাষাগত ত্রুটি রয়েছে; যা সংশোধন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কমিশনারের অফিস আদেশে দেখা গেছে, “‘ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে এলাকায় না থাকতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিরা এ বিষয়ে তদারকি করবেন।” মঙ্গলবার বেলা ৩টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “এই নির্দেশনায় ভাষাগত ত্রুটি হয়েছে। যারা এটি লিখেছেন তারা এই ভুল করেছেন। তবে নিদের্শনাটি সংশোধন করা হয়েছে।” নগর পুলিশ...