বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের ক্যারিয়ার মানেই একসময় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু কাজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে ছিলেন আলোচনায়। বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ও পরবর্তী ভাঙন বলিউডে তৈরি করেছিল বড়সড় ঝড়। ২০০৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। কারণ হিসেবে বিবেক অভিযোগ করেছিলেন—ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক সালমান খান তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে এমন অভিযোগের পর কেবল বিতর্কই নয়, ক্যারিয়ারেও ভাটার টান নেমে আসে এই অভিনেতার জীবনে।সম্প্রতি প্রখর গুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সেই প্রসঙ্গেই খোলামেলা কথা বলেছেন বিবেক ওবেরয়। নিজের আবেগপ্রবণ স্বভাবের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় একজন সংবেদনশীল ও আবেগপ্রবণ মানুষ। আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না। কারণ ইতোমধ্যে সেটা অনুভব করেছি। অভিজ্ঞতাটা খুবই ভয়ের, একাকিত্বে ভরা এবং নিজেকে গুটিয়ে নেওয়ার মতো।’সেই...