মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,“আমরা তিন থেকে চার দিন সময় দিচ্ছি। তারপর দেখা যাবে কী হয়।” ট্রাম্প দাবি করেন, সব আরব ও মুসলিম দেশসহ ইসরাইল ইতোমধ্যেই এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে। তিনি বলেন,“এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস...