এএফসি এশিয়ান কাপ ফুটবলে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। তবে তুমুল বৃষ্টির কারণে প্রথম দিনের অনুশীলনটা ঠিকঠাক হয়নি জামাল ভূঁইয়া-তপু বর্মণদের। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে কথা বলেছেন সোহেল রানা ও মিতুল মারমা, জানিয়েছেন হংকংয়ের বিপক্ষে জিততে চান তারা। বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা জানান, ‘এশিয়ান কাপে উৎরাতে হংকং চায়নার ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটিকে সেভাবেই দেখছি, যেভাবেই হোক আমাদের জিততে হবে। আমরা চাইব ম্যাচটি জিততে। আমরা বিশ্বাস করি হংকং চায়নার বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে এবং আত্মবিশ্বাসটাও আমাদের মধ্যে আছে।’ সংবাদ মাধ্যমে কথা বলেন গোলকিপার মিতুল মারমাও। তিনি জানান, ‘আমাদের সব পজিশনেই এখন প্রতিদ্বন্দ্বিতা বেশি। দলে থাকতে হলে সবাইকে নিজের অবস্থা প্রমাণ করতে...