এশিয়া কাপ শেষ হয়েছে তিন দিন আগে, কিন্তু ট্রফি এখনও পৌঁছায়নি বিজয়ী দলের হাতে। ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ট্রফি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক। সেই অমীমাংসিত ইস্যু নিয়েই মঙ্গলবার দুবাইয়ে বসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) বৈঠক। আর সেখানেই মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি ও এএসিসি চেয়ারম্যান মহসিন নকভি।বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ও সাবেক কোষাধ্যক্ষ আশীষ শেলার। ভারতীয় প্রতিনিধিরা সরাসরি দাবি জানান, দ্রুত এএসিসি অফিসে ট্রফি ও বিজয়ী মেডেল পাঠাতে হবে। এরপর বিসিসিআই নিজেরাই সেটি ভারতে নিয়ে যাবে। কিন্তু নকভি এ ব্যাপারে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। বৈঠকে তিনি ভারতকে অভিনন্দন জানাতেও গড়িমসি করেন, যা শেলার সরাসরি প্রশ্ন করার পরই করতে বাধ্য হন।বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব...