ফরিদুরের আলফাডাঙ্গা বাজারে অবস্থিত হরি মন্দিরে এবার ২৫১টি প্রতিমায় পালিত হচ্ছে দুর্গোৎসব। এক মন্দিরে এত বেশি প্রতিমার আয়োজন এতদঞ্চলের আর কোথাও নেই। এ কারণে আলফাডাঙ্গা দর্শনার্থীদের নজর কেড়েছে দূর্গা দেবীর একান্ন রূপে আর্বিভাবের প্রতিমা প্রদর্শনী। সরেজমিন আলফাডাঙ্গার হরি মন্দিরের পূজামন্ডপে গিয়ে দেখা যায়, আলফাডাঙ্গা কপি হাউজ সংলগ্ন পৌরসদরে ৬ নম্বর ওয়ার্ডের কুসুমদী গ্রামের হরি মন্দিরের মণ্ডপে ভারত থেকে ৪ জন প্রতিমা শিল্পী এসে ৫১টি পীঠে একশো ৫১ খন্ড প্রতিমা তৈরি করেছেন। যা কারিগররা চার মাস আগে থেকেই শুরু করেছিলেন। এখানে কয়েকটি ডিজিটাল প্রতিমা স্থাপন করা হয়েছে। ‘মা-ছেলের একটি প্রতিমায় ছেলে টাকা চাচ্ছে, টাকা না দিলে কান্না করছে ও দুর্গা প্রতিমার পায়ের নিচে বাঘটিও সংক্রিয়ভাবে তার মুখবায়ব নাড়িয়ে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছে এবং অপর ৫১ ফিট সাপের একটি প্রতিমা তৈরি করা...