শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচারের অভিযোগে চট্টগ্রামে ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচারের অভিযোগ অনুসন্ধানে পরিচালিত এ অভিযানে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক। আরও পড়ুনচট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া ফেব্রিক্সের দুই কনটেইনার উধাও টিম লিডার সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করা...