এশিয়া কাপের ট্রফি নিয়ে অচলাবস্থা কাটছেই না। চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল দেওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা সমাধানের দায়িত্ব পাঁচটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, দুবাইয়ে মঙ্গলবার বিকালে বৈঠকে বসে এসিসি সদস্যরা। সেখানেই ট্রফি দেওয়ার সিদ্ধান্ত ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ওপর ছেড়ে দেওয়া হয়। পাঁচ দেশের ক্রিকেট বোর্ড এখন একটি আনুষ্ঠানিক বৈঠক ডাকবে। এসিসির সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মহসিন নাকভি। ভারতের প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা ও সংস্থাটির সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার। এই সভায় আলোচনার আরও দুটি বিষয় ছিল- এসিসির সহ-সভাপতি নির্বাচন ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের মতো ইমার্জিং খেলোয়াড়দের অন্যান্য ইভেন্টের সূচি...