মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরাসহ খুলনার জনসাধারণ ও সর্বস্তরের নাগরিক সংগঠন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গল্লামারীস্থ এই মৎস্য বীজ উৎপাদন খামারের মূল গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খামারটি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনের অনেকটা জায়গা জুড়ে অবস্থিত।আরো পড়ুন:খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদাএয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ খুবিতে নারীর সুরক্ষা-বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার সম্মাননা প্রদা এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ এদিকে, মঙ্গলবার দুপুরে পর্যালোচনা করে সুপারিশ এবং প্রতিবেদন প্রেরণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমামুদ্দিন কবিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ লেবার পার্টি খুলনা জেলা শাখা, নাগরিক সমাজ...