দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপি ১৩৮টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের তেলকল পুজামন্ডপে পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক।উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা এ আর্থিক সহায়তা তুলে দেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি এজেডএম মেনহাজুল হক বলেন, পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর নির্দেশে আপনাদের মাঝে এই উপহার তুলে দিচ্ছি। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলো, আছে ও থাকবে। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা...