তিনি জানিয়েছেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কারণে ১৫টির মতো ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন পরিচালক পদে প্রার্থী হওয়া এসব ব্যক্তিরা। এ নিয়ে আজ (মঙ্গলবার) রাতেই ক্লাবগুলোর প্রতিনিধিরা জরুরি সভায় বসছেন। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারসহ প্রকাশিত হবে চূড়ান্ত পরিচালক প্রার্থীদের তালিকা। এর আগে আজ এক রিটের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাইয়ের ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিপক্ষে এখনও দুদকের অনুসন্ধান চলমান। সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট আবেদন করেছিলেন। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। যেখানে ১৫টি ক্লাবের কাউন্সিলরদের ভোট প্রদান এবং প্রার্থিতা বাতিল হয়েছে। বিসিবির পরিচালক পদপ্রার্থী আরেক সদস্য ঢাকা পোস্টকে বলেন, ‘১৫টি ক্লাব নিয়ে নাটক করবে এটা তো কারও কাম্য না। প্রথমে বোর্ডে একবার উঠালো সভাপতি, এরপর তো...