বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি। জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।’তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা প্রসঙ্গে দুদু বলেন, ‘তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না, বরং আরও দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে।’ পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে কোনো না কোনো দলের ইন্ধন রয়েছে। এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে। সংগ্রাম করেছে।’...