৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা সকাল বিকাল নিজেদের দলের মনোগ্রাম পরিবর্তন করছেন, তারা নার্ভসনেসে ভুগছেন। রাজনীতির প্রয়োজনে তারা ইসলাম ধর্ম ও আল্লাহর নাম ব্যবহার করছেন, আবার আধিপত্যবাদী শক্তিসহ বিদেশিদের অনুকম্পা নিতে তা পরিবর্তন করতে দ্বিধাও করছে না, উপরন্তু ধর্মপ্রাণ মুসলামনদের সমালচনার মুখে তা আবার সরিয়েও ফেলছেন। জনগণ সুন্দর সার্কাস দেখছে। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সুমনীয় পাড়া মাদ্রাসা মাঠে। ২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির এসব কথা বলেন। সম্মেলনে তিনি বলেন, নিজেদের মনোগ্রাম থেকে আল্লাহর নাম ও কুরআনের আয়াতের একাংশ “দ্বিন প্রতিষ্ঠার” কথা বাদ দিয়ে জমায়াত একদিকে তারা আধিপত্যবাদী শক্তিকে খুশী করতে চাচ্ছে, অন্যদিকে...